bdstall.com

স্মার্টফোন দিয়ে থ্রিডি দেখুন গুগোল কার্ডবোর্ডে

স্মার্টফোনে থ্রিডি দেখার জন্য গুগোল কার্ডবোর্ড নামে একটি বক্স আবিস্কার করেছে গুগোল। মূলত এর কাজ হল থ্রিডি ভিউ এর মাধ্যমে অল্প খরচে ভার্চুয়াল রিয়ালিটি উপভোগ করা। আসলে এই বক্সটি একটি কাগজের বক্স যেখানে একপাশে আপনার স্মার্টফোনটিকে প্রবেশ করাতে হবে। এরপর অন্যপাশে আপনি এর থ্রিডি ভিউ দেখতে পারবেন। ভার্চুয়াল গেইম খেলা, ট্যুর করা, থ্রিডি মুভি দেখাসহ অনেক কাজই করতে পারবেন এই গুগোল কার্ডবোর্ডে। এন্ড্রএড এবং আইওএস দুটি প্লাটফর্মেই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই জন্য আপনাকে অ্যাপ স্টোর থেকে একটি 'ভিআর' অ্যাপ ডাউনলোড করতে হবে। মোটকথা অল্প খরচে আপনার স্মার্টফোনেই থ্রিডি টিভির মজা উপভোগ করতে পারবেন। বাংলাদেশেও এখন এই গুগোল কার্ডবোর্ড পাওয়া যাচ্ছে। দাম ৫০০ থেকে ১০০০ টাকা। এছাড়া আপনি নিজেও চাইলে এই কার্ডবোর্ডটি তৈরি করে ফেলতে পারেন। এক্ষেত্রে এই লিঙ্কে গিয়ে ফর্মুলাটি দেখে নিন। 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 10, 2015
Reviews (0) Write a Review