bdstall.com

হাতের মুঠোয় সিপিইউ

প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই সহজ হচ্ছে মানুষের জীবনব্যবস্থা। কিছুদিন আগেও কম্পিউটার বলতে আমরা একটি বড় বক্স, টিভির মত বিশাল সাইজের এক মনিটর সাথে মাউস কি-বোর্ড হাবি যাবি অনেক কিছুই বোঝতাম। এরপর আসলো ল্যাপটপ, তারপর ট্যাবলেট। মোটকথা মানুষের দৈনন্দিন কাজে সাহায্যকারী এই কম্পিউটারের সাইজ দিনকে দিন শুধু ছোটই হচ্ছে। প্রসেসর তৈরিকারক প্রতিষ্ঠান ইনটেল কিছুদিন আগে 'কম্পিউট স্টিক' নামে একটি ডিভাইস বাজারে আনে। যেখানে পেন্ড্রাইভ এর মত ছোট একটি ডিভাইসে পুরো সিপিইউ আছে। যা আপনার বাসার টিভি অথবা শুধু মনিটরে এইচডিএমআই পোর্টে কানেক্ট করেই পুরো ডেক্সটপ ব্যবহার করতে পারবেন। মোটকথা এই ছোট ডিভাইসটি একটি পুরো সিপিইউ। কোয়াড কোর প্রসেসরযুক্ত এই ডিভাইসে আরও আছে ২ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। এছাড়াও চাইলেই আপনি ছোট এই সিপিইউতে আলাদা একটি মেমোরি কার্ড সংযুক্ত করে নিতে পারবেন। ওয়ারলেস ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। তাছাড়া অন্যান্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করার জন্য আছে ব্লুটুথ টেকনোলজি। মোটকথা এখন থেকে পকেটে করেই আপনি আপনার পুরো সিপিইউ নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। সেইদিন হয়তো খুব বেশি দুরে নয় যেখানে মাইক্রো এসডি কার্ডের মত ছোট ছোট কম্পিউটারও পাওয়া যাবে বাজারে।

বাংলাদেশেও পাওয়া যাচ্ছে ইনটেলের এই কম্পিউট স্টিক। দাম এবং বিস্তারিত জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 31, 2015
Reviews (0) Write a Review