গুগোল প্লে স্টোর হল অ্যান্ড্রয়েড অ্যাপস এর একটি প্লাটফর্ম। এখানে অ্যান্ড্রয়েড এর প্রায় সবধরনের অ্যাপই পাওয়া যায়। নিত্য নতুন গেইম থেকে শুরু করে প্রয়োজনীয় সকল অ্যাপস এর সমাহার এই প্লে স্টোর। তবে সমস্যা হল প্লে স্টোর এর সকল অ্যাপই অ্যান্ড্রয়েড ফোন থেকে ইন্সটল করতে হয়। এছাড়া অন্য কোন ডিভাইস থেকে এই অ্যাপগুলো সরাসরি ডাউনলোড করার কোন সিস্টেম নেই।
তবে চাইলে আপনি আপনার কম্পিউটার থেকেও অ্যাপ ফাইলটি ডাউনলোড করে পরে ডাটা কেব্ল এর মাধ্যমে মোবাইলে ইন্সটল করতে পারবেন। এজন্য প্রথমে আপনার ব্রাউজার থেকে প্লে স্টোর এ প্রবেশ করুন। এবার কাঙ্খিত অ্যাপটির নাম সার্চ বারে লিখে সার্চ করুন। এবার অ্যাপটিতে প্রবেশ করে এর লিঙ্কটি কপি করে নিন।
এরপর
এই লিঙ্ক এ গিয়ে একটি বক্স দেখতে পাবেন। আপনার কপি করা লিঙ্কটি সেই বক্স এ পেস্ট করে এন্টার চাপুন। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি বক্সের নিচে ডাউনলোড অপশনটি দেখতে পাবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 08, 2015