bdstall.com

স্যামসাঙ আনতে যাচ্ছে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন

সম্ভবত ২০১৬ সালেই স্যামসাঙ আনতে যাচ্ছে বিশ্বের প্রথম ভাঁজ বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন। অনেকদিন থেকেই প্রযুক্তিদুনিয়ায় কানাঘোষা শোনা যাচ্ছিল যে স্যামসাঙ ভাঁজ করা যায় এমন ফোন আবিস্কার করতে যাচ্ছে। তবে সম্প্রতি চীনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তথ্য ফাস হয়ে যায়। অন্যান্য প্রতিযোগীদের সাথে টিকে থাকতে স্যামসাঙ বরাবরই তাদের ফোনগুলোতে নতুনত্ব আনার  চেষ্টা করে। এবারের এই প্রকল্পটিকে স্যামসাঙ "প্রজেক্ট ভ্যালি" বা "প্রজেক্ট ভি" নামে অভিহিত করেছে। স্মার্টফোনটির কিছু সম্ভাব্য ফিচারও প্রকাশিত হয়েছে। তার মধ্যে আছে ৩ জিবি র‍্যাম, ফিক্সড করা ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৬২০ কিংবা ৮২০ প্রসেসর ইত্যাদি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 17, 2015
Reviews (0) Write a Review