আবারও আসছে সেপ্টেম্বর। প্রযুক্তিপ্রেমী বিশেষ করে অ্যাপলপ্রেমীরা নতুন বছরের এই মাসটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন। কেননা এই মাসেই অ্যাপল তাদের নতুন আইফোনের ঘোষণা দেয়। প্রযুক্তি বিষয়ক অনেক ওয়েবসাইটের ভাষায় ৯ সেপ্টেম্বর অ্যাপল নতুন আইফোন প্রকাশ করতে পারে। আর নতুন আইফোন মানেই নতুন চমক। নতুন এই মডেলটিতে ফোর্স টাচ প্রযুক্তি যোগ করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এতে ফোনের স্ক্রিন আপনার হাতের প্রেসার বা চাপের শক্তির পরিমাণ বুঝে নির্দেশ গ্রহণ করবে এবং সে অনুযায়ী কাজ করবে। এছাড়া আইফোন সিক্স যেরকম একটু চাপ প্রয়োগ করলেই বেকে যেত, নতুন মডেলে সেই সমস্যাটি থাকবেনা বলেই ধারনা করা হচ্ছে। পাশাপাশি বাজারে অন্যান্য কঠিন প্রতিদ্ধন্দিদের সাথে প্রতিযোগিতা করতে আরও বেশ কিছু নতুন ফিচার যোগ করা হবে তা সহজেই অনুমান করা যায়। কারণ আইফোন বলে কথা!
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 18, 2015