মশা সকলেরই পরিচিত একটি প্রাণী। প্রাণীটি বিরক্তিকর এবং বিপদজনক।ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের অন্যতম কারণ এই মশা। তবে এবার চীনের একটি প্রতিষ্ঠান এই মশা উৎপাদন শুরু করেছে। অবাক হওয়ার মত ব্যাপারই বটে। মশা আবার উৎপাদন করার জিনিস নাকি। এ যেন স্বয়ং খাল কেটে কুমিরের কাছে পৌঁছে যাওয়া। না ব্যাপারটা মোটেও সেরকম নয়। চীনের গোয়ানডং রাজ্যের একটি কারখানায় আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে প্রতি সপ্তাহে লাখ লাখ মশা উৎপাদন করে তা বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তা মানুষের রক্ত চুষে নেওয়ার জন্য নয়।ডেঙ্গু মশা নির্বংশ করার জন্য। মশাগুলো ফল ফুল থেকে প্রয়োজনীয় খাবার গ্রহন করে আর ডেঙ্গু মশা নির্বংশের ডিউটি পালন করে। এ যেন মশাকে পোষ মানানো। আসলে গত কয়েক মাসে চীনে ডেঙ্গুর প্রভাবে অনেক লোক মারা গিয়েছিল। তাই চীনের এই কাটা দিয়ে কাটা তুলার মত অভিনব মশা আবিস্কার। মশাগুলো ডেঙ্গুর জন্মনিয়ন্ত্রণ করবে এবং ডেঙ্গুর ডিম আর ফুটবে না।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2015