১০৮০পি মানের ফুল হাই-ডেফিনিশন ভিডিওর যুগও এবার প্রায় শেষ। চলতি বছরের জুন মাসে ক্যানন ৪কে ভিডিও রেজুলেসন প্রযুক্তিসম্পন্ন একটি ক্যামকরডার বাজারে আনতে যাচ্ছে। ক্যানন কমপ্যাক্ট এক্সসি ১০ নামের এই ডিজিটাল ক্যামকরডারে ১ ইঞ্চি মাপের একটি সেন্সর যুক্ত আছে যা ৩৮৪০ x ২১৬০ রেজুলেসন মানের ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও আছে ১০এক্স ওয়াইড এঙ্গেল জুম করার ক্ষমতা। তারবিহীন যোগাযোগ ব্যবস্থার জন্য রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই। ক্যামকরডারটি দিয়ে যে শুধু ভিডিওই করা যাবে তা নয়। ১২ মেগাপিক্সেল মানের স্থির ছবিও তোলা যাবে এটি দিয়ে। আবার এর ৪কে ভিডিও থেকে ৮ মেগাপিক্সেল মানের স্থির ছবি বের করা যাবে। ছবি দেখার জন্য পেছনে জুড়ে দেওয়া আছে ৩ ইঞ্চি মাপের টাচস্ক্রিন পর্দা। ক্যামকরডারটি ক্রয় করতে আপনাকে খরচ করতে হবে প্রায় ২ লাখ টাকা।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: April 11, 2015