সম্প্রতি চায়না কোম্পানি জিওমি এমআই নোট নামে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করেছে। ৫.৭ ইঞ্চি মাপের বড় স্ক্রিনে ১০৮০ x ১৯২০ পিক্সেল হাই রেজুলেসন থাকার ফলে এমআই নোট ফোনটি একদম নিখুত ছবি প্রদান করবে। ফোনের পর্দাকে আঁচড় এবং দাগ থেকে রক্ষা করার করার জন্য আছে গরিলা গ্লাস ৩। স্লিম বডি এবং আকর্ষণীও ডিজাইনের চমৎকার ফোনটির সাথে যুক্ত আছে ২.৫ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। শক্তিশালী প্রসেসর থাকার ফলে ফোনটির পারফর্মেন্স নিঃসন্দেহে খুবই ভালো মানের হবে। বিদ্যুত গতিতে কাজ করার জন্য ফোনটিতে আছে ৩ গিগাবাইট র্যাম। পেছনে ১৩ মেগাপিক্সেলের ২১৬০পি সুপার রেজুলেসন ক্যামেরা থাকার ফলে আপনাকে সাথে করে আর বাড়তি ক্যামেরা সঙ্গে বহন করতে হবে না। উজ্জ্বল ঝকঝকে ছবি এবং নিখুত ভিডিও রেকর্ড করার জন্য এই ক্যামেরাই যথেষ্ট। ভিডিও কলিং এবং সেলফি তুলার জন্য সামনে আছে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে ১০৮০পি ভিডিও রেকর্ডিং। তাই ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। তারবিহীন ডাটা আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ এবং ওয়াই-ফাই। উন্নত মানের গেমিং এর জন্য আছে অনেকগুলো সেন্সর। লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য আছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এছাড়াও দ্রুত চার্জ দেওয়ার জন্য আছে কুইক চার্জিং ফিচার। মাত্র ৩০ মিনিটের মধ্যেই ৬০ পারসেন্ট চার্জ হয়ে যাবে। তাই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের মত সবচেয়ে দুর্বল দিকটি এই এমআই নোট কাটিয়ে উঠতে পেরেছে। সাদা এবং কালো এই দুটি স্ট্যান্ডার্ড রঙে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 22, 2015