মানুষের সমস্ত কাজই করে দিবে রোবট। সেই দিনটি হয়তো খুব বেশি দুরে নয়। রিথিঙ্ক কোম্পানি বাক্সটার এবং সওইয়ার নামে নতুন রোবট বাজারে আনতে যাচ্ছে যেটি মানুষের গৃহস্থালি কাজকর্মে সাহায্য করবে। বাক্সটার নতুন কাজের পরিবেশের সঙ্গে খুব সহজেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। বাক্সটারের সওইয়ার নামে একবাহু যুক্ত একজন ভাই আছে। বন্ধুত্বপূর্ণ ট্যাবলেট মুখের সওইয়ার তার হাতটি ৪১ ইঞ্চি পর্যন্ত প্রসারিত করতে পারে। এছাড়াও সওইয়ার ৮.৮ পাউন্ড পর্যন্ত ভার উত্তোলন করতে পারে যেখানে বাক্সটারের ক্ষমতা মাত্র ৫ পাউন্ড পর্যন্ত। কিন্তু বাক্সটারের ১৪ ডিগ্রী পর্যন্ত মোড় নেওয়ার ক্ষমতা আছে যেখানে সওইয়ার মাত্র সাত ডিগ্রী পর্যন্ত মোড় নিতে পারে। আপনি নির্দিষ্ট জায়গায় বাক্সটারের হাত সরিয়ে তাকে কাজ সেখাতে পারবেন। বাক্সটার রোবটটির দাম প্রায় ২২,০০০ ডলার এবং সওইয়ারের দাম প্রায় ২৯,০০০ ডলার।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 21, 2015