bdstall.com

স্যামসাঙের টাইজেননির্ভর স্মার্টফোন জেড ওয়ান

কিছুদিন আগে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাঙ তাদের নতুন অপারেটিং সিস্টেম টাইজেন নিয়ে জেড ওয়ান নামের একটি স্মার্টফোন বাজারে এনেছে। চার ইঞ্চি পর্দাযুক্ত ফোনটিতে আছে ৩.১৫ মেগাপিক্সেল মানের ক্যামেরা, ডুয়াল কোর প্রসেসর, ৪ জিবি অভ্যন্তরীণ মেমোরি, ৭৬৮ মেগাবাইট র‍্যাম। তারবিহীন ডাটা স্থানান্তরের জন্য আছে ব্লুটুথ এবং ওয়াই-ফাই। এছাড়াও টাইজেন অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি এন্ড্রয়েড এর চাইতে ১৭ শতাংশ ব্যাটারি কম খরচ করে। এছাড়াও এটি এন্ড্রয়েড ফোন অপেক্ষা ২২ শতাংশ কম সময়ের মধ্যে অ্যাপ চালু করতে পারে। এছাড়াও এই ফোনের ইউজার ইন্টারফেসটিও অনেক সহজ এবং সুন্দর। আপনি চাইলেই অ্যাপ আইকনগুলো কাস্টমাইজ করতে পারবেন কোন অ্যাপ এর সাহায্য ছাড়াই। দুটি সিম থাকায় প্রত্যেকটি সিমের জন্য রয়েছে আলাদা আলাদা রং। প্রয়োজনীয় অনেক অ্যাপই বিল্ট ইন আছে। তাই সেগুলো আবার ইন্সটল করার বাড়তি ঝামেলায় যেতে হবেনা। ভিডিও কল এবং সেলফি তোলার জন্য সামনে আছে ফ্রন্ট ক্যামেরা। ফোনের এইসকল আকর্ষণীও ফিচারের সাথে সাথে এর ডিজাইনটিও যথেষ্ট স্মার্ট। সাদা, কালো এবং লাল এই তিনটি চমৎকার রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 11, 2015
Reviews (0) Write a Review