বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হল গুগল স্ট্রিটভিউ। ইতোমধ্যে ঢাকা এবং চট্টগ্রামে গুগল এই সেবা চালু করেছে। গুগল স্ট্রিটভিউ এর মাধ্যমে স্মার্টফোনের সাহায্যে ছবি দেখে সহজেই খুঁজে পাওয়া যাবে একটি নির্দিষ্ট জায়গা। বর্তমানে বিশ্বের ৫০টি দেশে গুগল এই সুবিধা দিচ্ছে। যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত আছে। এক্ষেত্রে আপনি গুগল ম্যাপে গিয়ে নির্দিষ্ট কোনো জায়গার নাম লিখে সার্চ দিলে ওই এলাকার ম্যাপ দেখতে পারবেন। সাথে স্ট্রিটভিউও থাকবে। এবার আপনি স্ট্রিটভিউে ক্লিক করলে ওই এলাকার ছবিগুলো দেখতে পারবেন। ৩৬০ ডিগ্রী ভিউ থাকার কারনে প্রতিটি ছবিতেই আপনি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। বর্তমানে গুগলের গাড়ি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন আকর্ষণীও স্থানের ছবি তুলছে এবং সাথে সাথে সেগুলো জিপিএস ট্র্যাকিং হয়ে যাচ্ছে। তাই এখন থেকে গুগল ম্যাপে বাংলাদেশের স্ট্রিটভিউও দেখা যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 11, 2015