bdstall.com

ছিনতাইকারী থেকে আত্মরক্ষার ১০টি উপায়

ছিনতাই একটি গুরুতর অপরাধ, যা যেকোনো সময়, যেকোনো স্থানে ঘটতে পারে। ছিনতাইয়ের শিকার হলে শারীরিক ও মানসিক উভয়ভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ছিনতাইকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। এখানে ছিনতাইকারীর হাত থেকে নিজেকে রক্ষার ১০টি উপায় বর্ণনা করা হলো:

 

১।  নিজে সতর্ক থাকা

আপনার চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত থেকে সর্বদা সচেতন থাকতে হবে। আপনার আশেপাশে অপরিচিত এবং সন্দেহজনক ব্যক্তিদের চলাফেরা করে এমন অবস্থান থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে রাতের সময় বা নির্জন স্থানে হাঁটার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। খুব বেশি রাতে জরুরী কাজ ছাড়া বাহিরে বের না হওয়াই ভালো।

 

২।  মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখা

প্রত্যেকের সাথে কিছু না কিছু মূল্যবান জিনিসপত্র থাকে, যেমন - মোবাইল ফোন, মানিব্যাগ, গয়না ইত্যাদি। এই সকল মূল্যবান জিনিসপত্র জনসমক্ষে প্রদর্শন করা যাবে না। এসকল মূল্যবান জিনিসপত্র এমনভাবে রাখুন, যাতে ছিনতাইকারীরা কিংবা বাহিরের মানুষ সহজে দেখতে না পায়। বিশেষ করে রাস্তায় চলার পথে মানিব্যাগ বা মোবাইল ফোনের মতো নিত্যপ্রয়োজনী ও দরকারী জিনিসপত্র প্যান্টের পেছনের পকেটে না রেখে সামনের পকেটে রাখুন।

 

৩।  জনশূন্য স্থান এড়িয়ে চলুন

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্জন বা জনশূন্য স্থানে একাকী চলাচল করা উচিৎ নয়। সম্ভব হলে জনবহুল স্থানে চলাচল করুন, কারণ ছিনতাইকারীরা সাধারণত নির্জন স্থানের মানুষ কে টার্গেট করে। বিশেষ করে রাতের সময় ফাঁকা রাস্তায় হাঁটার প্রয়োজন হলে এসময় দলবদ্ধভাবে হাঁটা উচিৎ।

 

৪।  আত্মরক্ষার কৌশল শেখা

আত্মরক্ষার জন্য কিছু সাধারণ আত্মরক্ষার কৌশল শিখে রাখা ভালো যা প্রয়োজনে কাজে লাগতে পারে। আত্মরক্ষার কৌশল শেখার জন্য আত্মরক্ষার ক্লাস বা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও আত্মরক্ষার জন্য পিপার স্প্রে, ছোট বাঁশি, সেলফ ডিফেন্স স্টিকসেলফ ডিফেন্স ফ্ল্যাশলাইট ইত্যাদির প্রয়জনীয় উপকরণ সাথে রাখুন এবং এগুলো Bdstall.com-এ কম দামে পাওয়া যায়।

 

৫।  জোরে চিৎকার করা

ছিনতাইকারীর কবলে পড়লে পরিস্থিতি বিবেচনায় জোরে চিৎকার করলে আশেপাশের লোকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা যেতে পারে। ফলে আশেপাশের মানুষজন এসে এমন পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারে। বেশি মানুষের উপস্থিতির ধারণা পেলে ছিনতাইকারী দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হবে।

 

৬।   নিজেকে শান্ত রাখা

ছিনতাইকারীর কবলে পড়লে আতঙ্কিত না হয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। পাশাপাশি শান্তভাবে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। কোন ভাবেই আতঙ্কিত কিংবা ভয়ে এলমেলো করা যাবে না। এতে নিজের জীবনের ঝুকি বাড়তে পারে।

 

৭।  আইনি সহায়তা গ্রহণ

চলার পথে ছিনতাইয়ের মতো এমন অনাকাংক্ষিত ঘটানার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করতে হবে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়ার জন্য জরুরি নম্বর – ৯৯৯ এ যোগাযোগ করুন। এছাড়াও পূর্বে থেকে এমন ইমার্জেন্সি হেল্প লাইনের নাম্বার মোবাইল সেভ করা থাকলে দ্রুত যোগাযোগ করতে সুবিধা হয়।

 

৮।  অতিরিক্ত টাকা সাথে না রাখা

অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাজ শেষ করে বের হতে যদি রাত হয়ে যায় তাহলে প্রয়োজন অনুযায়ী টাকা-পয়সা সাথে রাখতে হবে। দেশের এই পরিস্থিতিতে প্রয়োজনের অতিরিক্ত অর্থ বা টাকা পয়সা বহন করা থেকে বিরত থাকতে হবে।

 

৯।  দূরে কোথাও যাওয়ার আগে পরিকল্পনা করা

কাজের উদ্দ্যেশ্যে দূরে কোথাও বের হলে পুর্বে থেকে রাস্তা-ঘাট সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। যেখানে যাচ্ছেন সেখানকার রাস্তাঘাট, আশপাশের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া ভালো। যদি একেবারে অপরিচিত স্থান হয় তাহলে যাওয়ার আগে গুগল ম্যাপের সাহায্য নিয়ে অনলাইন ম্যাপ ব্যবহার করে পথ দেখে নিতে পারবেন।

 

১০।  নিরাপদ যানবাহনের ব্যবহার

রাস্তায় চলাচলের জন্য সর্বদা নিরাপদ যানবাহন ব্যবহার উচিৎ। অপরিচিত বা সন্দেহজনক কোন যানবাহনে উঠা যাবে না। পাশাপাশি রাইড শেয়ারিং এর মাধ্যমে যাতায়াত করতে হলে পরিচিত ও নির্ভরযোগ্য রাইড শেয়ারিং এপস ব্যবহারের মাধ্যমে যাতায়াত করুন।

 

শেষ কথা

ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেকোনো সময় যে কারোর সঙ্গে ঘটতে পারে। এমন দূর্ঘটানা কখনোই কাম্য নয়। ছিনতাইকারীর কবলে পড়লে মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধির সাহায্যে পরিস্থিতি সামাল দেওয়াটা জরুরি। আর মনে রাখবেন, কিছু আত্মরক্ষার সরঞ্জাম থাকা ভালো এবং আপনি সহজেই Bdstall.com থেকে এটি কিনতে পারবেন। কাজেই উপরক্ত বিষয়ে ধারণা থাকলে তাৎক্ষণিক পরিস্থিতি থেকে কিছুটা হলেও বের হয়ে আসা যাবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: February 27, 2025
Reviews (0) Write a Review