অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগটি বেশ পুরনোই বটে। এবার নতুন অ্যান্ড্রয়েড ভার্সন "ও"-এর ব্যাটারি মেনুতে একটি নতুন হালনাগাদ এনেছে অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ যেখান থেকে আপনি সহজেই দ্রুত ব্যাটারির চার্জ নিয়ে নিচ্ছে এমন অ্যাপগুলো বন্ধ করে দিতে পারবেন। বর্তমান অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে শুধুমাত্র পাওয়ার সেভিং চালু এবং কোন অ্যাপ কতটুকু ব্যাটারির চার্জ খরচ করেছে তা দেখা যায়। কিন্তু নতুন এই ভার্সনে প্রতিটি অ্যাপের জন্য আলাদা আলাদা ভাবে এর ব্যাটারি ব্যবহার দেখা যাবে এবং সহজেই একটি অ্যাপকে ফোর্স স্টপ কিংবা আনইন্সটল করা যাবে।
নতুন এই অ্যান্ড্রয়েড ভার্সনটিতে আরো বেশ কিছু আপডেট করেছে অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ। যার মধ্যে আছে পিকচার-ইন-পিকচার ফিচার, নোটিফিকেশন বারে আপডেট, অটো ফিল ইত্যাদি।
অ্যান্ড্রয়েড ফোনের মূল্য তালিকা
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 20, 2017